স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী
1 min read

নিজস্ব প্রতিনিধি , জনদর্পণ :- স্বনির্ভর ত্রিপুরা করার লক্ষ্য নিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করছে। সরকারের প্রতিটি কাজকর্মে এই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হচ্ছে ।এ বিষয়ে একের পর এক নেওয়া হচ্ছে নানা উদ্যোগ ।১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মোহনপুর ব্লকের পঞ্চায়েত অফিস প্রাঙ্গণের মাঠে গাভী ও শূকরছানা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা বলেছেন। তিনি বলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের বর্তমান সরকার এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে। যাদের রোজগার নেই তাদের নানাভাবে স্বনির্ভর করার চেষ্টা হচ্ছে এ বিষয়ে পশুপালন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। তিনি বলেন পশু পালনের মধ্যে শুকর পালন হচ্ছে একটা লাভজনক ক্ষেত্র। ৫ টি শুকরের সঠিক ভাবে পালন করতে পারলে বছরে ন্যূনতম ২ লক্ষ টাকা আয় করা যায়। শিক্ষামন্ত্রী বলেন কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরা কে পুরস্কৃত করেছে কিন্তু এতেই থেমে গেলে চলবে না কৃষি পশুপালন ক্ষুদ্র শিল্প ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তবেই রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। অনুষ্ঠানে মোহনপুর ব্লক এর মোহিনীপুর, রাঙ্গাছড়া,কালাছড়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত ১২ জন সুবিধাভোগীকে ১টি করে গাভী এবং ৫ জন নির্বাচিত সুবিধাভোগীকে ৫ টি করে শূকরছানা দেওয়া হয়।