সৌরবাতি বিতরণ
1 min read
নিজস্ব প্রতিনিধি, জনদর্পণ :- আজ উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স হলে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 900 ছাত্রছাত্রীদের মধ্যে (Solar light) সৌরবাতি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন কদমতলা আইডি ব্লক এর চেয়ারম্যান সুব্রত দেব মহাশয় ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস মহাশয় বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সমিতির সদস্য রাজাধর মহাশয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয় ইনস্পেক্টর অফ স্কুল সুধাংশু শেখর পাল, ডেপুটি ডাইরেক্টর রিপন চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু দেব মহাশয় এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এস এম টি কমিটির চেয়ারম্যান অমিতাভ নাথ মহাশয়। এছাড়া এদিন কদমতলা স্কুলের ভিতরে স্মার্ট ক্লাস রুমের ওপেনিং করা হয় টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় এর হাত ধরে এই স্মার্ট ক্লাস রুমের ওপেনিং হওয়াতে প্রাইমারি স্টুডেন্টরা এই ক্লাস রুমের মধ্যে নিজেদের শিক্ষা গ্রহণ করতে পারবেন। এই প্রথম কদমতলা স্কুল এর মধ্যে স্মার্ট ক্লাসরুম এর সূচনা হলো আজ।