সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় গ্রেফতার আরও ২ জন
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় গ্রেফতার করা হল আরও ২ জনকে। মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার মুম্বই থেকে গ্রেফতার করা হয় একজনকে। পরবর্তী সময়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। মুম্বাই থেকে দুজনকে গ্রেফতারের পর গোঁয়া থেকে একজনকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। একজনকে গ্রেফতার করা হয় বলে পাওয়া যায় খবর। ধৃতদের নাম জায়েদ, বসিত এবং ফৈয়াজ আহমেদ।
সূত্রের খবর গ্রেফতারের পর জেরা করা হয় ধৃতদের। জেরার সময় জায়েদ দাবী করে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর যোগাযোগ রয়েছে। অর্থাত, মাদক সংক্রান্ত বিষয়ে রিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর একাধিকবার যোগাযোগ হয়েছে বলে দাবি করেন ওই ব্যক্তি। প্রসঙ্গত মঙ্গলবার ফিল্মসিটি-সহ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাসি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি-র ওই তল্লাসির পরই গ্রেফতার করা হয় পরপর ২ জনকে। জানা যাচ্ছে, ধৃতদের সঙ্গে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটিরও যোগ থাকতে পারে।
ছবি সংগৃহীত