সুকান্ত একাডেমীতে ২দিন ব্যাপী বসুন্ধরা ফিল্ম ফেস্টিভ্যাল
1 min read

জনদর্পন নিউজ পোর্টাল এবং ইয়ূথ ফর ইন্টিগ্রেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সুকান্ত একাডেমীতে ২দিন ব্যাপী বসুন্ধরা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হতে যাচ্ছে।। উপস্থিত থাকবেন মুম্বাই থেকে আগত বিশিষ্ট পরিচালক এবং কলাকৌশলীরা।। সঙ্গে বিশেষ আকর্ষণ “মিস্ এবং মিসেস শারদীয়া ২০১৯( Fashion show competition). মিস্ এবং মিসেস শারদীয়া ২০১৯ এ participant করার জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায় – মিলনসংঘ, মৌচাক ক্লাব।। ফোন করুন – ৭০০৫৫৭১৬৮১ নম্বরে।।