সিপিআই সদর বিভাগীয় পরিষদের বিক্ষোভ কর্মসূচি
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : পেট্রল -ডিসেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতাল গুলিতে ব্যবসার বিরুদ্ধে এবং করদাতা পরিবার বাদে সমস্ত গরিব পরিবারকে আগামী ৬ মাস ৭৫০০ টাকা প্রদান করার দাবিতে আজ সিপিআই সদর বিভাগীয় পরিষদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে | উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ সম্পাদক যুধিষ্ঠির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক তথা রাজ্য কার্য্যকরী পরিষদের সদস্য মিলন বৈদ্য, প্রবীণ পার্টি নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই সদর বিভাগীয় পরিষদের সহ সম্পাদক তপন নন্দী সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা