সামাজিক প্ল্যাটফর্মে সুদীপ
1 min read
আগরতলা ৩রা জানুয়ারী॥অবশেষে বৃষ্টিস্নাত দিনে বিধায়ক সুদীপ রায় বর্মনের নারীর সম্মান রক্ষায় অরাজনৈতিক মঞ্চ থেকে সামাজিক বার্তায় নতুন ইনিংস শুরু করলেন,সাধারন মানুষ থেকে রাজনীতির সব শিবিরের দৃস্টি নিবদ্ধ ছিল বিধায়ক সুদীপ রায় বর্মনের দিকে ।স্পর্শকাতর বিষয় নিয়ে সামাজিক প্ল্যাটফর্মকে কেন বেছে নিলেন সুদীপ রায় বর্মন ?অরাজনৈতিক মঞ্চের জল কোন দিকে গড়ায় তারই অপেক্ষায় রাজনীতির সব শিবির ।