স’রকারি ঘো’ষণা! ছা’ত্রীরা বিনামূ’ল্যে ন’তুন স্কুটার পাবে যাদের ৬০% এর উপরে নাম্বার থাকবে
1 min read
নিউজ ডেস্ক, জনদর্পণ :- মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক কিছুই বাধা হিসেবে সামনে আসে। যার মধ্যে পরিবহন অন্যতম। উচ্চ শিক্ষার জন্য মেয়েদের উৎসাহিত করতে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন সব প্রকল্প চালু করেছেন।এবার আসাম সরকার করলো বিরাট পরিকল্পনা। গণ পরিবহনের অসুবিধায় যাতে মেয়েদের না পড়তে হয় সেজন্য আসাম সরকার মেয়েদের দেবে স্কুটি। মেয়েরা ভালো রেজাল্ট করলেই তাদের স্কুটার উপহার স্বরূপ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই জানিয়েছে আসাম সরকার।আসাম সরকারের মতে তাদের এই প্রকল্প মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে আসা বাধার কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেছেন, ‘এই উদ্যোগের ফলে বহু ছাত্রছাত্রী ঝুট-ঝামেলাহীন ভাবে নিজেদের কলেজে যাতায়াত করতে পারবে।আমরা এই প্রকল্পের দ্বারা মেয়েদের ক্ষমতায়ন ও স্বাধীনতা দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’ সরকারি নিয়ম অনুসারে, ৬০% এর বেশি নম্বর পাওয়া মেয়েরাই বিনামূল্যে স্কুটারের জন্য আবেদন করতে পারবে।আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই প্রকল্পের কথা মত ছাত্রীদের হাতে স্কুটারগুলি পৌঁছে দেওয়া হবে। কোন কোম্পানির স্কুটার তুলে দেওয়া হবে মেয়েদের হাতে তা নিয়ে এখনো পর্যন্ত আসাম সরকার কিছু পরিষ্কার করে জানায় নি।সিআরওয়াই অর্থাৎ চাইল্ড রাইটস অ্যান্ড ইউ এর প্রতিবেদনে এই প্রকল্পের কথা উল্লেখ্য করে বলা হয়েছে যে, অনেকটা দূরত্ব এবং পরিবহনের ক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার বিষয়টি দেখে অনেক পরিবার তাদের মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ করে দেন।আসাম সরকার সেই বিষয়টি মাথায় রেখেই মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য তৈরি এই পরিকল্পনা গোটা দেশে প্রশংসা পেয়েছে। আসাম সরকারের এই উদ্যোগে মেয়েদের কলেজ যাওয়ার জন্য আর কারও ওপর নির্ভর করতেও হবে না আর তাদের পরিবার দুরত্বের কথা ভেবে তাদের পড়া বন্ধ ও করাবেন না।
সৌজন্যে :- সোশ্যাল মিডিয়া