শুরু ৭ দিনের পূর্ণ লকডাউন
1 min read
আগরতলা ১৭ই জুলাই জুলাই ॥রাজ্যে কোরোনা সংক্রমণের গতিপ্রকৃতিতে উদ্বিগ্ন প্রশাসন ভাইরাসের সংখ্যায় লাগাম টানতে ভারত বাংলা সীমান্তে ভারতীয় ভূ খন্ডের ১কি মি পর্য্যন্ত ৭দিনের পূর্ণ লকডাউন শুরু হয়েছে ১৭ জুলাই শুক্রবার থেকে চলবে ২৪জুলাই পর্য্যন্ত ।সীমান্তে পূর্ণ লকডাউনের ফলে সরকারী বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ,শুনশান পথঘাট ,যানবাহন জনহীন ,ঘরবন্দি মানুষ আপাতত ৭ দিনের জন্য ।একমাত্র অত্যাবশকীয় হিসেবে সীমান্তের ১ কি মি ;এলাকাতে মুদিখানা এবং অষুধের দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন