শুক্রবার সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পণ : শুক্রবার সাতসকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনা আমবাসা থানাধীন আসাম- আগরতলা জাতীয় সড়কের ধলাই জেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় NL 01 NO 176 নম্বরের একটি ১২ চাকার লড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। জেলা পরিষদ সংলগ্ন এলাকায় এসে একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইক চালক পেশায় রাজমিস্ত্রি জীবন দেবনাথ এর মৃত্যু হয়। সে পেশায় একজন রাজমিস্ত্রি।তার বাড়ি আমবাসার চান্দ্রাই ছড়া এলাকায়। বাইকে ধাক্কয় দুই আরোহী আহত হয়। এই ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে রিয়া নমঃশুদ্র নামে ১৬ বছর বয়সি এক স্কুল পড়ুয়া গৃহশিক্ষকের বাড়ি যাচ্ছিল। পরবর্তী সময় গাড়িটি এসে তাকে ধাক্কা মারে এতে সে আহত হয়। অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা এসে আহতদের ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়া নমঃশুদ্র কে মৃত বলে জানাই। বাকি আহত দুজনের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। তবে এ ঘটনার সাথে যুক্ত লরি চালক বর্তমানে পলাতক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তার দু দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি। আশপাশের লোকজন এসে ভিড় জমায় ঘটনাস্থলে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে আমবাসা থানায় নিয়ে যায়।