ল্যান্ড মাফিয়াদের তাণ্ডব
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পণ: যোগেন্দ্রনগর দেশবন্ধু চিত্তরঞ্জন ল্যান্ড এর মালাকার পাড়র কালিপদ সাহা ওপর আক্রমণের অভিযোগ করেন কালিপদ সাহা ও তার শাস্ত্রী ও বাবা মা অভিযোগ তদের গত রবিবার দুপুরে শ্রীনগর থানার অন্তগত বাইপাস রোডে একটি ওম শান্তি হোটেলে কয়েকজন কালিপদ সাহার উপর আক্রমণ করেন রাজেশ সাহা আকাশ রায় সুকান্ত চক্রবর্তী নামে তিন জায়গা মাফিয়া মারধর করেন এবং টাকা পয়সা চাই কালিপদ সাহা না দিলে প্রানে মারার হুমকি দেয় এ ব্যাপাড়ে শ্রীনগর থানায় মামলা করা হয় অভিযোগ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি পুলিশ