লিংক না করালে হতে পারে সমস্যা
1 min read
বৃহস্পতিবার,নিজস্ব প্রতিনিধি:
আগামী ৩১ ডিসেম্বরের আগেই আধার কার্ডের (Adhaar Card) সঙ্গে প্যান কার্ডের (Pan Card) সংযুক্তিকরণ করতে হবে। এই ডেডলাইনের মধ্যে লিংক করাতে না পারলে, গ্রাহকদের প্যান কার্ড অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক, সেই সব ক্ষেত্রগুলিতে সমস্যায় পড়তে হতে পারে।প্রাথমিকভাবে গতবছর ৩০ জুন আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস-এর (সিবিডিটি) তরফে ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়। নির্দেশিকা জারি করে বলা হয়, ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ডের সংযুক্তি করতেই হবে। তারপর সংযুক্তিকরণের সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তাতেও অধিকাংশ নাগরিক দুই গুরুত্বপূর্ণ নথি সংযুক্তিকরণ না করানোয় ডেডলাইন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবারে নতুন ডেডলাইন করা হয় ৩১ ডিসেম্বর ২০১৯।