লকডাউন অবস্থায় ও থেমে নেই সড়ক দুর্ঘটনা।
1 min read
সোনামুড়া ২৬ মে : লকডাউন অবস্থায় ও থেমে নেই সড়ক দুর্ঘটনা।।গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন। তার মধ্যে গুরুতর আহত সবুজ মিয়া নামের এক যুবক, বয়স ২১ বাড়ি মতিনগর,
আজ তথা মঙ্গলবার দুপুর ২টা নাগাদ সোনামুড়া থানার অন্তর্গত এনসিনগর উওর পাড়া মসজিদ সংলগ্ন এলাকায় গাড়ি এবং বাইকের সংঘর্ষে আহত ৩ জন।। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থেকে TR01TC6697 একটি বাইক এবং অপর দিক থেকে একটি যাত্রীবাহী গাড়ি যার নাম্বার T01BH0605 হাসপাতালে যাওয়ার সময় এনসিনগর মসজিদ সংলগ্ন এলাকায় এসে দুর্ঘটনায় কবলে পড়ে। বাইক চালক সবুজ মিয়া গুরুতর আহত হয় তাকে প্রথমে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য সোনামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়।
যদি গাড়ি তে থাকা যাত্রীদের বড় ধরনের কোনো আঘাত লাগে নি।। তবে লকডাউন সময়ে নিত্য যানসন্ত্রাস যেভাবে বাড়ছে তাতে একপ্রকার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।। তথ্য ও ভিডিও সংগৃহীত।।