লকডাউনে অচল ত্রিপুরা
1 min read
আগরতলা ২৭শে জুলাই ॥বিশ্বজুড়ে কোরোনার থাবায় ক্রমাগত বেড়ে চলেছে মৃত্যুর মিছিল ।ত্রিপুরাতে ও মৃত্যুর সংখ্যা উর্ধমুখী ।কোরোনার গ্রাসে লাগাম পরাতে প্রশাসন আবার ত্রিপুরায় তিন দিনের পূর্ণ লকডাউন ঘোষনা করেছে ,অচলায়তনের ছবি গোটা রাজ্যে ,হাট বাজার ,পথঘাট থেকে
শুরু করে উদয়পুর মাতাবাড়ী ও লকডাউনের প্রথম দিন সোমবার ছিলো পুণ্যার্থীবিহীন ।