রেললাইনের ধার থেকে সদ্যজাতের দেহ উদ্ধারে চাঞ্চল্য মালদহে
1 min read
মালদাহ প্রতিনিধি ১ আগষ্ট : বিবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝোপের মধ্যেই মৃত সদ্যোজাত শিশুটিকে দেখতে পেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মালদহ শহরের কৃষ্ণপল্লি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃত সদ্যজাত শিশুর দেহটি উদ্ধার করে পুলিশ মালদহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কৃষ্ণপল্লী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উল্টোদিকে রয়েছে মালদহ মেডিকেল কলেজ অবস্থিত। আশেপাশে একাধিক নার্সিংহোম, প্যাথলজিক্যাল সেন্টার রয়েছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। প্লাস্টিকে মুড়িয়ে সদ্যোজাত শিশুদের মৃত অবস্থায় ঝোপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই ঘটনার পিছনে একশ্রেণীর অসাধু চক্র কাজ করছে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।