রুটি ব্যাংক ফাউন্ডেশন এর ৬ম ইন্টার্নেশনাল যোগা দিবস উদযাপন।।
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : রবিবার ২১শে জুন আন্তর্জাতীক যোগা দিবস।। সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সকলেই এই আন্তর্জাতীক যোগা দিবসটি পালন করে থাকেন।। সেই পরিপ্রেক্ষিতে রবিবার হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে রুটি ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতীক যোগা দিবস উদযাপন কর্মসূচি পালন করা হয়।।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সাংসদ প্রতিমা ভৌমিক, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী,ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দ সহ অন্যান্যরা।।এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুটি ব্যাংক ফাউন্ডেশনের সভাপতি রূপা রায় দাস।।