রায়গঞ্জ পুর এলাকায় করোনা আক্রান্তের মৃত্যু, আবাসনের বাসিন্দাও আক্রান্ত
1 min read
রায়গঞ্জ প্রতিনিধি ১৮ জুলাই : করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। শনিবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বছর ৭৫ এর ওই বৃদ্ধের। পেশায় পশু চিকিৎসক ওই বৃদ্ধের বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়।
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর লালারস সংগ্রহ করে তা জরুরি ভিত্তিতে পরীক্ষার জন্য হাসপাতালের ভিআরডিএল ল্যাবরেটরিতে পাঠান। গতকাল গভীর রাতেই ওই বৃদ্ধের লালারস পরীক্ষার রিপোর্ট করোনা পজ়িটিভ আসে। এরপরেই শনিবার সকালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলার আরও ২৬ জন বাসিন্দার শরীরে নতুন করে করোনা সংক্রমণের হদিস মিলেছে। তাঁদেরমধ্যে করোনা আক্রান্ত ওই বৃদ্ধও রয়েছেন। শহরে মধ্যে ১২ জন রয়েছেন বলে খবর। এঁদের মধ্যে একজন উকিলপাড়ার একটি আবাসনের বাসিন্দা। এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৪ নএই ম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিরুদ্ধ সাহা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবাসনটিকে সম্পূর্ন স্যানিটাইজড কয়ার ব্যবস্থা করা হচ্ছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত বাসিন্দার সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৯ জন। তাঁদেরমধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে তিনশো জন।