রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার
1 min read
রাস্তার_পাশে_এক_যুবকের_মৃতদেহ_উদ্ধার
মৃত যুবকের নাম দীপঙ্কর পাল বাড়ি শান্তি পাড়ায় বলে সূত্রের খবর।। রামনগর কোল্লোল ক্লাব ৪ নম্বর মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার পাশে দীপঙ্করের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয় নিকটবর্তী পুলিশ থানায়।।মৃতদেহ সাথে একটি বাইক পাওয়া গেছে সম্ভবত সেই বাইকটি দীপঙ্করের।। তবে এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না তদন্তে পুলিশ।।