রাজ্যে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে : মুখ্যমন্ত্রী
1 min read
ওয়েব ডেস্ক জনাদর্পন : রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে এই উন্নয়নের কাজ করছে রাজ্য সরকার।। আগামী তিন বছরের মধ্যেই রাজ্যকে মডেলের রাজ্যে পরিণত করা হবে।।রবিবার বেলুনিয়া নতুন টাউনহল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের কৃতি তালিকায় স্থান পাওয়া জেলার ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।। বিলোনিয়া পুরো পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।।অনুষ্ঠানে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ছাড়াও বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসনকে সুকদেব সরকার উপস্থিত ছিলেন।। অনুষ্ঠানে 6 জন কৃতী ছাত্রী কে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।।