রাজ্যে মৃদু ভূকম্পন
1 min read
রাজ্যে মৃদু ভূকম্পন অনুভূত।। ৫.২ ম্যাগনেটিউভ তীব্রতায় কেঁপে উঠলো উত্তর-পূর্বাঞ্চল। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ।। ভূকম্পের মূল উৎস মনিপুর বলে জানা গেছে।। এই ভূমিকম্পের ব্যাপক সাড়া পড়েছে রাজ্যের ধলাই জেলাতে।।রাত ৮:১২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।। অনেকেই আঁচ করতে পেরেছেন এ ভূমিকম্পের।