রাজ্যে বর্তমানে সক্রিয় কোভিড ১৯ সংক্রমিত রোগী রয়েছেন ২৯৩ জন : শিক্ষা মন্ত্রী
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : রাজ্যে বর্তমানে সক্রিয় কোভিড ১৯ সংক্রমিত রোগী রয়েছেন ২৯৩ জন : শিক্ষা মন্ত্রীএখন পর্যন্ত 1093 জন সুস্থ হয়েছেন।বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সংবাদ জানান।। তিনি জানান আজ পর্যন্ত ৬৭২০৭ নমুনা সংগ্রহ করা।। ৬৫৫৪২ জলের নমুনা পরীক্ষা করা হয়েছে।। তার মধ্যে ৬৪১৪৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।।শিক্ষামন্ত্রী জানান বর্তমানে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৮ জন।। হোম কোয়ারেন্টাইন রয়েছেন ৪৮৮১ জন।। তিনি জানান আজ ৭ জনকে ছুটি দেওয়া হয়েছে ।।যে ২৯৩ জন এর চিকিৎসা চলছে তাদের মধ্যে জিবি হাসপাতালে ১৯ জন, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কোভিড কেয়ার সেন্টারে ৪৭ জন, উদয়পুর পি আর টি আই এ ৪৪ জন, আমবাসা পলিটেকনিক ইনস্টিটিউট হোস্টেলে ৪১ জন, বি এস এফ কোভিড কেয়ার হাসপাতাল এ ৪২জন,বাজার ঘাট স্পোর্টস কলেজ হোস্টেলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৯ জন দেবদারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪৮ জন এবং কুমারঘাট এর আরটিআই ১৯ জন রয়েছেন।। শিক্ষা মন্ত্রী আরও জানান আজ তথা বুধবার চুড়াইবাড়ি দিয়ে মোট ৫৮০ জন রাজ্যে এসেছেন তাদের মধ্যে ২২৪ জন লরি চালক ২৭ জন রোগী এবং ২৯৫ জন আটকে থাকা লোকজন।।