রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভাতার কাগজ প্রদান করছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পণ :- রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভাতার কাগজ প্রদান করছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা । এরই অঙ্গ হিসেবে শনিবার ৩১ রাধা কিশোর পুর বিধানসভা কেন্দ্রের ৩৫ নং বুথ এলাকায়, এলাকার কাউন্সিলর নুপুর নন্দী, ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সাধারণ সম্পাদিকা সবিতা নাগ সহ দলীয় কর্মী সমর্থকরা এলাকার ন্যায্য প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ভাতার ফর্ম তুলে দেন । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেত্রী জানান, বিগত বাম আমলে ভাতার জন্য নেতা-মন্ত্রীদের কাছে যেতে হতো তাদের ইচ্ছায় প্রধান হত ভাতা । কিন্তু রাজ্য সরকার পরিবর্তনের পর পরিবর্তন হয়েছে চিন্তাধারার। বর্তমানে এই ভাতা পেতে কোন কাউন্সিলর কিংবা নেতা-মন্ত্রীদের ধরতে হয় না ন্যায্য প্রাপকদের বাড়িতে পৌঁছে যায় সেই ভাতার ফর্ম । এতে করে প্রকৃত ভাবে যারা ভাতা পাওয়ার উপযোগী তারা ভাতা পাচ্ছেন এবং মানুষের আস্তা সরকারের প্রতি বাড়ছে । এদিন দলীয় কর্মীদের উদ্যোগে খুশি এলাকার সাধারন জনগন ।