রাজ্যের রোজগার সৃষ্টির লক্ষ্যে সরকার নিরন্তর উদ্যোগ অব্যাহত রেখেছে : শিক্ষামন্ত্রী
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পণ : রাজ্য রোজগার সৃষ্টির লক্ষ্যে সরকার নিরন্তর উদ্যোগ অব্যাহত রেখেছে।।শুধুমাত্র সরকারি চাকরি রোজগারের পথ নয় মানুষকে স্বনির্ভর করে তোলার জন্য বিভিন্ন ঋণদান প্রকল্প এবং দক্ষতা বৃদ্ধির প্রয়াস নেয়া হয়েছে।।আজ মহাকরণে প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে সরকারের দৃষ্টিভঙ্গি কথা ব্যক্ত করেন।।কোন একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় সারাদেশের মধ্যে ত্রিপুরা বেকারত্বের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।।তিনি বলেন গত 2017- 18 সালের সারাদেশের তথ্য অনুসারে জনসংখ্যার মধ্যে বেকারত্বের হার 6%।। 2018 -19 সালে এ হার 5.8% ।। সারাদেশের মধ্যে রাজ্যের স্থান 17 তম।।শিক্ষামন্ত্রী বলেন 2017 সালে রাজ্য বিধানসভায় প্রদত্ত তথ্যের বেকারের সংখ্যা ছিল 7 লক্ষ 8 হাজার 941 জন।। 2018 সালের 31 মার্চ পর্যন্ত সেই সংখ্যা ছিল 7 লক্ষ 41 হাজার 305 জন।।সরকারি চাকরি দেওয়ার পাশাপাশি স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্পে ঋণ দানের পরিমাণ আগের তুলনায় বেড়েছে বলে শিক্ষামন্ত্রী জানান পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে দক্ষতা এবং তাদের প্লেসমেন্টের দরকার বিশেষ দৃষ্টি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।।ঘরে ঘরে রোজগার সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সহায়তায় বিভিন্ন প্রকল্প সমূহের মাধ্যমে রাজ্য করে তোলার জন্য সরকারের পদক্ষেপ সমূহ শিক্ষা মন্ত্রী শ্রীনাথ উল্লেখ করেন।।