রাখি বানাতে ব্যস্ত মহিলা মোর্চার নেত্রীরা
1 min read
আগরতলা ৩১ জুলাই : আগামী ৩রা আগস্ট ভ্রাতৃত্ব বন্ধন দিবস অর্থাৎ রাখি বন্ধন দিবস।।আর ওই দিনটকে উদযাপন করার লক্ষ্য নিয়ে নিজেরাই রাখি বানাতে ব্যস্ত।।ত্রিপুরা রাজ্যের মহিলা মোর্চার নেত্রীরা এবার নিজেরাই নিজস্ব উদ্যোগে রাখি বানিয়ে সেই রাখি ভাইদের হাতে বাঁধবেন।। সরকারি নিয়ম মেনে এই লগনে রাখি বন্ধন উৎসব কে পালন করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা মহিলা মোর্চার নারী নেত্রীরা।।