রবিবারের লকডাউন……
1 min read
আগরতলা ৫ ই জুলাই ।আর পাঁচটা রবিবারের সঙ্গে রাজধানী আগরতলার ৫ই জুলাইয়ের ছবির কোনো মিল নেই ।ব্যস্ততার জায়গায় পুরোপুরি অচলায়তনের দৃশ্য পূর্ণ লকডাউনের দৌলতে ।একদিনের লকডাউনে আগরতলার দৃশ্য লেন্সবন্দি করতে পথে বেরিয়ে মনে হয়েছে এই ছবির মধ্যেই রয়েছে জীবনের অস্তিত্বের যোগসূত্র ।