মুখ্যমন্ত্রী সকাশে ত্রিপুরা নিউজ পেপারস সোসাইটির প্রতিনিধিদল
1 min read
আগরতলা ২৭ মে : রাজ্য সংবাদপত্র শিল্পকে বাঁচাতে আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি নিয়ে আজ বিকালে মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা নিউজ পেপারস সোসাইটির প্রতিনিধিগণ ।প্রতিনিধিদলে ছিলেন ত্রিপুরা নিউজপেপার্স সোসাইটি র যুগ্ম-আহ্বায়ক অরুণ নাথ এবং শানিত দেবরায় সহ অন্যান্যরা।। উক্ত বৈঠকে তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব শৈলেন্দ্র সিং এবং অধিকর্তা রতন বিশ্বাস উপস্থিত ছিলেন।।
তথ্য ও ছবিঃ সংগৃহীত