ভারতরত্ন ক্লাবের পূজার প্রস্তুতি তুঙ্গে
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পন : বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারের নির্দেশে বাঙালি জাতির বড় উৎসব দুর্গাপূজা আয়োজন করতে যাচ্ছে বনেদি ক্লাবগুলো।। তবে বিধিনিষেধ মেনে পূজা করতে হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার।।সেই বিষয়ে নজর রেখে রাজধানীর ঊষা বাজারের ভারতরত্ন ক্লাবের পূজা প্যান্ডেলের প্রস্তুতি চলছে জোড় কদমে।। বাইরে থেকে মাকে দেখতে পাবেন দর্শনার্থীরা।।থার্মাল টেস্ট থেকে শুরু করে স্যানিটাইজার সবই থাকবে প্যান্ডেলে জানালেন ক্লাব কর্তৃপক্ষ।।