ব্যাঙ্কে ঋনের জন্য গিয়েছিলেন করোনা আক্রান্ত দম্পতি, ব্যাঙ্ক জীবানুমুক্ত করলো পুরসভা
1 min read
রায়গঞ্জ প্রতিনিধি, ২ জুলাই : জ্বরে আক্রান্ত হলেও খুব একটা গুরুত্ব দেননি রায়গঞ্জের দেবীনগরের করোনা আক্রান্ত ব্যক্তি। ঋননেওয়ার জন্য ব্যাঙ্কে গিয়ে রীতিমতো তদ্বির করেছিলেন। ঋনের কাগজপত্র সহ আবেদন করতে সঙ্গে স্ত্রীকেও ব্যাঙ্কে নিয়ে গিয়েছিলেন। সেদিন বিকালেই ওই দম্পতির করোনা পজিটিভ ধতা পড়ে। এই ঘটনায় উদ্বিগ্ন ওই ব্যাঙ্কের কর্মীরা। ব্যাঙ্কে থেকে যাতে কোনভাবে সংক্রমন না ছড়িয়ে পড়ে সেজন্য ব্যাঙ্ক স্যানিটাইজড করলো রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার পুরকর্মীরা ব্যাঙ্কে গিয়ে জীবানুনাশক ছড়িয়ে দেন। ব্যাঙ্কের ভিতরের সমস্ত এলাকা সহ বাইরেও স্যানিটাইজড করে জীবানুমুক্ত করেছেন। পাশাপাশি, ওই দম্পতির সঙ্গে ব্যাঙ্কের একাধিক কররী কথাবার্তা বলেছেন। সেই কারনে ব্যাঙ্ক কতৃর্পক্ষ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমেল করে ব্যাঙ্কের কর্মীদের লালারসের নমুনা পরীক্ষার আবেদন জানিয়েছেন। ওই ব্যাঙ্কের আধিকারিকের দাবি, ওই দম্পতি ২৬ জুন ঋনের কাগজপত্র নিয়ে ব্যাঙ্কে এসেছিলেন। তাই ব্যাঙ্ক কর্মীরা সাবধানতার জন্যই নিজেদের লালারসের নমুনা পরীক্ষার আবেদন জানিয়েছেন।