বেহাল রাস্তা দ্রুত মেরামতের দাবিতে পথ অবরোধ
1 min read
বালুরঘাট প্রতিনিধি, ২ জুলাই : বেহাল রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায়। স্থানীয়রা জানান, নয়াবাজার করদহ যাওয়ার রাস্তার বাসুরিয়া থেকে ডিলার পাড়ার যাওয়ার রাস্তাটির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। কিন্তু রাস্তাটি প্রতিবছর বর্ষার সময় জল কাদায় ভরে যায়। ফলে যাতায়াতে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। রাস্তা পাকা করার জন্য বিভিন্ন মহলে জানানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিন সকালে স্থানীয়রা বাসুরিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিনের অবরোধের জেরে আটকে পড়েন বহু যানবাহন সহ মানুষজন। রাস্তার হাল এমনই খারাপ যে, গ্রামে যদি কোনো আগুন লাগে তাহলে দমকলের গাড়ি ঢুকতে পারবে না। কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো যানবাহন ঢুকতে পারে না। তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস জানিয়েছেন, এলাকার কিছু জায়গায় পাকা রাস্তা তৈরির কাজ হয়েছে। বাকিটা ১০০ দিনের কাজের মাধ্যমে করার চেষ্টা করা হচ্ছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে তপন থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও এদিন আমজাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায় অবরোধকারীদের মুখে মাস্ক ছিল না বললেই চলে।