বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্থ বক্সনগর এলাকার মানুষ
1 min read
প্রতিনিধি বক্সনগর, জনদর্পণ :-
কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বক্সনগর এলাকার সজল দেবনাথের একমাত্র থাকা-খাওয়ার ঘরটি ভেঙে গেছে। ফলে অসহায় সজল দেবনাথের ঘর মেরামতের জন্য সামান্য টাকা-পয়সা নেই তার হাতে। সজল পেশায় একজন সাধারণ ট্রেইলার কর্মী। বর্তমানে করোনা কালীন মহামারির সময়ে তেমন কাজ কর্ম নেই হাতে। ফলে এক দিকে করোনা মহামারির আক্রমন এবং অপরদিকে ভারী বৃষ্টির ফলে পরিবারের নিয়ে মাথা গোজার একমাত্র আশ্রয়টুকু ভেঙ্গে যাওয়ায় তার যেন “কাটা ঘা’য়ে নুনের ছিটের” মতো অবস্থা হয়েছে। নিজের পরিবার এবং একমাত্র বাচ্চাকে নিয়ে অনেকটাই যেন গৃহহীন হয়ে পড়েছেন তিনি। কিন্তু ঘর ভেঙ্গে যাওয়ায় পরিবার নিয়ে থাকা খাওয়ার এমন দুর্দশার কথা তিনি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের জানালে তারা কোন রকম সাহায্য করা যায় কিনা সেটা চেষ্টা করে দেখবেন বলে জানান। এদিকে অনেকটা নিরুপায় হয়ে আর্থিক সাহায্য দানের মাধ্যমে তার এই ঘরটির মেরামত করে দিতে সাংবাদিকদের মাধ্যমে সজল বাবু সরকারের নিকট কাতর সুরে আবেদন জানান।