Skip to content
আগরতলা প্রতিনিধি ২৮ জুন : সম্প্রতি লাদাখে ভারত ও চীন সীমান্তে শহীদ ভারতীয় জওয়ানদের প্ৰতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রগ্রেসিভ ইউথ কর্নার সংস্থার কর্মকর্তারা।। রবিবার পুরাতন আরএমএস চৌমুহনীস্হিত গুরুজি কনফারেন্সের সামনে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সংস্থার কর্মকর্তারা।।
Post Views:
452
You cannot copy content of this page