বিশ্ববাসীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ হেমতাবাদে
1 min read
রায়গঞ্জ প্রতিনিধি ২৭ জুলাই :বিশ্ববাসীর মঙ্গল কামনায় হোমযজ্ঞ অনুষ্টিত হলো হেমতাবাদে। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর মঙ্গল কামনায় মঙ্গলযজ্ঞ করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার বিকালে হেমতাবাদের কাশিমপুরে অবস্থিত নিত্য পদানন্দ সেবা সংঘের সদস্যদের উদ্যোগে আশ্রম প্রাঙ্গনে এই মঙ্গল যজ্ঞ আয়োজন করা হয়। পাশাপাশি সন্ধ্যা নরনারায়ণ সেবারো আয়োজন করা হয়েছিল।উদ্যোক্তাদের পক্ষে পরিমল প্রামাণিক ও বিপ্লব সরকার জানান, করোনা মহামারির কারণে সাধারন মানুষের জীবন সংকটের মধ্যে রয়েছে। লকডাউন চলায় কাজ হারিয়ে অনেকে না খেয়ে রয়েছেন। এই পরিস্থিতি কাটিয়ে মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তাই বিশ্ববাসীর মঙ্গল কামনায় হেমতাবাদে মঙ্গলযজ্ঞ করা হয়েছে ।