বিশালগড়ে সাত সকালে জমির ড্রেইন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ।
1 min read
বিশালগড় প্রতিনিধি:-শনিবার সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশালগড়ে। বিশালগড় থানাধীন রাঙ্গাপানিয়া এলাকায় অবস্থিত পুলিশ ক্যাম্পের 200 মিটার দূরে জমির ড্রেইন থেকে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম কমল দেবনাথ ( ৩৬)। বাবার নাম মৃত গীরেন্দ্র দেবনাথ। রামছড়া পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে তার বাড়ি । খবর পেয়ে সকাল আটটায় ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিশালগড় মহাকুমার হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের ডান হাত ও মাথায় রক্তের দাগ লেগে আছে।আঘাতের চিহ্ন রয়েছে শরীরে। মুখ থেতলে আছে। আজ সকালে স্থানীয় মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রেইনের মধ্যে মৃতদেহটি দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দেন। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকটি প্রায় সময়ই তার শ্বশুর বাড়িতে থাকতেন। আগরতলা প্রতাপগড় তার শ্বশুরবাড়ি। স্ত্রীও বর্তমানে শ্বশুর বাড়িতেই রয়েছেন। গত কয়েকদিন যাবৎ সে তার রাঙাপানিয়ার নিজ বাড়িতে ছিল। কি কারণেই তার এই রহস্যময় মৃত্যু বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। প্রতাপগড় থেকে খবর পেয়ে বিশালগড় থানায় ছুটে আসেন তার স্ত্রী। তবে মৃত যুবক এলাকায় নেশাখোর হিসাবেই পরিচিত ছিল। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। মৃতদেহ উদ্ধারের ঘটনার জেরে চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে।