নিজের স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন: বিয়ের প্রায় সাত মাসের মাথায় নিজের স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনা বৃহস্পতিবার রাতে উদয়পুরের কাকড়াবন মির্জা এলাকায় । সংবাদ সূত্রে জানা যায়, মির্জার নিবাসী জয়ন্ত করের সাথে সাত মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যমুনা দত্ত । যমুনা দত্তের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রতিনিয়ত শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হতো উনাদের মেয়ের উপর । অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ঔষধের সাথে বিষ মিশিয়ে যমুনা দত্তকে খাইয়ে হত্যা করার চেষ্টা করা হয় বলে মেয়ের পরিবার অভিযোগ তোলেন । এই ঘটনা নিয়ে রাধা কিশোর পুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে মেয়ের পরিবারের পক্ষ থেকে । বর্তমানে অসুস্থ অবস্থায় যমুনা দত্ত গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।
উদয়পুর থেকে মানিক সাহা রিপোর্ট