বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে গাভীর মৃত্যু
1 min read
বিশালগড় ১৬ জুন : মঙ্গলবার বেলা ১২:৩০ নাগাদ চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ চড়িলাম গ্রামের অজিত দেবনাথ এর বাড়ির সামনে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে।। বিদ্যুৎ পরিবাহী তার রাস্তায় পড়ে এবং অজিত দেবনাথ এর গাভী সেই বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে এবং তৎক্ষণাৎ গাভীটির মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে অজিত দেবনাথ এর বাড়িতে ছুটে যায় চড়িলাম বিদ্যুৎ দফতরের কর্মীরা। বিদ্যুৎ লাইনে শাটডাউন দিয়ে তারপর পরিবাহি তারটিকে সরিয়ে নেওয়া হয়।।
সংগৃহীত।।