বিদ্যুৎপিষ্ট হয়ে একটি গৃহপালিত পশুর মৃত্যু……
1 min read
বক্সনগর প্রতিনিধি, ১৯ আগষ্ট : মাঠের জমিতে বিদ্যুৎপিষ্ট হয়ে একটি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। ঘটনা সোনামুড়া মহকুমার ময়নামা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, গ্রামের একটি কৃষি জমিতে কারেন্টের খুটি বসানো আছে। যে খুটিটির কারণে প্রতিনিয়ত আর্থিং হযে় থাকে জায়গাটি। ফলে স্হানীয় কৃষকরা কৃষি জমিতে চাষবাস করতে প্রচন্ড বেগ পেতে হচ্ছে এবং সেখানে এই পর্যন্ত কয়েকটি গরু ছাগল বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর রয়েছে।তবে বিষয়টি নিয়ে বারবার স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল দেখা যায়নি। আজ আবারো সেই গ্রামের জনৈক শাহালম মিয়া নামের এক কৃষকের গৃহপশু হারাতে হয়ে। কৃষকের দাবি তিনি রেগার কাজ করে এ গরু ক্রয় করেছেন। উনার শেষ সম্বলটি আজ হাড়িয়ে ফেলেছে। এখন কি করে তিনি সংসার চালাবেন। কৃষকের দাবি, খুঁটিটি অতিসত্বর যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যাতে উনারা অনায়াসে কৃষি কাজ করে সংসার চালাতে পারেন এবং উনাকে কিছু আর্থিক সাহায্যের জন্য স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।