বিজেপির ধর্না মঞ্চ তুলে দিল পুলিশ, সেখানে বক্তৃতা রাখতে গিয়ে গ্রেপ্তার রাজু বন্দ্যোপাধ্যায়
1 min read
রায়গঞ্জ প্রতিনিধি ২২শে জুলাই : বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ জেলা পুলিশ। বুধবার দুপুরে রায়গঞ্জে বিজেপির ধর্ণা মঞ্চে যোগ দিতে এসে গ্রেপ্তার হন তিনি। এদিকে বিজেপি নেতা আসার আগেই ধর্নামঞ্চ খুলে দেবার নির্দেশ দিয়েছিল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের নির্দেশে বিজেপি কর্মীরা সেই মঞ্চ খোলার কাজ শুরু করেন। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, পুলিশ তাঁদের কার্যক্রম তুলে দিয়েছে। পুলিশের নির্দেশে তাঁরা ধর্না মঞ্চ খুলে ফেলেছেন।
বিজেপির জেলা নেতা নিমাই কবিরাজ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তৃণমূলের দলদাস পুলিশের এই কাজের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রতিটি মন্ডলে পথ অবরোধ আন্দোলনে করবে বিজেপি। বুধবার দুপুর দু’টো নাগাদ রায়গঞ্জের বিজেপির সদর দপ্তরে এসে পৌঁছান রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশের সামনেই ধর্না মঞ্চের জায়গাতে গিয়ে বক্তব্য রাখতে যান তিনি। পুলিশ তাঁকে বাধা দিলে তা উপেক্ষা করেই সভা করতে এগিয়ে যান তিনি। এরপরেই বিজেপির রাজ্য সহ-সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। চোপড়ায় ছাত্রীর রহস্য মৃত্যু এবং হেমতাবাদের বিজেপি বিধায়ক দে্বেন রায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদ ও ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার থেকে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। তিনদিনের এই ধর্ণা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন নির্বিঘ্নে শেষ হলেও দ্বিতীয় দিনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না অভি্যোগ তুলে পুলিশ মঞ্চ তুলে দিয়েছে।