বাড়তে পারে লকডাউন এর সময়সীমা
1 min read
বুধবার ,,,,১৪ এপ্রিল লকডাউন শেষ করা সম্ভব নয়, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
১৪ এপ্রিল লকডাউন শেষ করা সম্ভব নয়, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন বাড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে। ১৪ এপ্রিলের পর লকডাউন বাড়ানোর ক্ষেত্রে সায় দিয়েছেন অনেকেই। এবার সেই কথাই বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার করোনা ভাইরাস ও তার মোকাবিলা নিয়ে সর্বদলীয় এক বৈঠকে একথা বলেছেন মোদি। সূত্রের খবর, তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ১৪ এপ্রিল হয়ত লকডাউন তোলা সম্ভব নয়।’ এদিন তিনি বলেন, ‘করোনা ভাইরাস শেষ হয়ে গেলেও সবকিছু আর আগের মত হবে না। প্রি-করোনা এবং পোস্ট করোনা স্টেজ থাকবে।’ সামাজিক ও ব্যবহারিক বেশ কিছু পরিবর্তন হবে বলেও উল্লেখ করেছেন তিনি। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। ৩ সপ্তাহ, ১৪ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলার কথা। মেয়াদ শেষ হওয়ার পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। অনেক বিশেষজ্ঞ মানুষই মনে করছে লকডাউন আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।