বাজ পড়ে আহত তিন মহিলা
1 min read
নিজস্ব প্রতিনিধি ,জনদর্পণ :- বক্সনগর আর ডি ব্লক এর অন্তগত রহিমপুর এলাকায় বাজ পড়ে তিন মহিলা আহত,ঘটনার বিবরণে জানা যায়। বৃহস্পতিবার বিকাল থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় বৃষ্টির সাথে বিকট শব্দে বাজ পড়তে শুরু করে। আর তাতে গুরুতরভাবে আহত হয় বক্সনগর ব্লকের রহিমপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা রোজিনা আক্তার 30, স্বামী আব্দুল মান্নান, জয়তুন বিবি 50, স্বামী কুদ্দুস মিয়া। তৃতীয় জন হলেন মাহিনুর আক্তার 16 পিতা সুলতান মিয়া। তারা তিনজন এর বাড়ি একই এলাকার পাশাপাশি বলে জানা যায়। বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় বৃষ্টিও বাজ পড়তে থাকায় তাদের শরীরে বাজের তাপ ও বিদ্যুৎ চমকে এসে লাগতেই তারা জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে তাদের প্রথমে বক্সনগর হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা করা হয়, তবে একজনকে সাথে সাথেই বাড়িতে ওষুধ দিয়ে ছুটি দিয়ে দেয়। আরো দুইজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।