বাইপাস সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত এক
1 min read
সংবাদ প্রতিনিধি : আমতলী বাইপাস সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক।। বাইপাস সড়ক দিয়ে যাবার সময় দুর্ঘটনা ঘটে।।আহত যুবকের নাম লিটন ঘোষ বাড়ি রবীন্দ্রনগর এলাকায় বলে জানা যায়।। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি চালক লিটন ঘোষকে হাসপাতালে পাঠায়।। ঘটনার বিবরণে জানা গেছে স্কুটি চালিয়ে যাবার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে এবং স্কুটি চালক লিটন রাস্তার পাশে ছিটকে পড়ে।। তবে নিত্যদিনের যান দুর্ঘটনা রুখতে কোন রকমেই কামাল দেখাতে পারছে না রাজ্যের ট্রাফিক দপ্তর।।