বাইক থেকে ছিটকে পড়ে আহত এক যুবক
1 min read
নিজস্ব প্রতিনিধি জনদর্পণ :- সকাল 10 টায় ভেলুয়ারচর এলাকার এক যুবক বাইক নিয়ে বক্সনগর এদিকে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার উদ্দেশ্যে কমান্ডার গাড়িটি জুড়ালো ভাবে বাইকটিকে ধাক্কা মেরে ছিটকে রাস্তার পাশে ফেলে দে। ছেলেটির নাম দেবাশীষ দেববর্মা তার বয়স 18। বাড়ি দয়াল পাড়া এলাকা। ঘটনার সাথে সাথে বাজারের লোকজন দেখতে পেয়ে সাথে সাথে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়।এদিকে এলাকার লোকজন গাড়ির চালককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বেলুয়ারচর বাজারে জাতীয় সড়কের মধ্যে রাস্তা অবরোধ করে। এই অবরোধ প্রায় দীর্ঘ আড়াই ঘন্টা যাবত চলছে এখন রাস্তা অবরোধ তুলে নেয়নি এলাকার লোকজন। তাদের একটাই দাবি আসামি ড্রাইভারকে অতি শীগ্রই গ্রেফতার করতে হবে।নয়তো তারা পথ অবরোধ তুলে নেবেন না। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কলমচৌড়া থানার পুলিশ বাহিনী। জানা যায় শনিবার সকাল বেলা বক্সনগর এলাকা পরিদর্শন করতে আসেন সিপাহী জলা জেলাশাসক। পরিদর্শন শেষে তিনি যখন আবার রাস্তা হয়ে যাচ্ছিলেন তখন এলাকাবাসী তাকেও আটক করে নেয়। এখন দেখার বিষয় এলাকাবাসী রাস্তা অবরোধ তুলে দেন না কি ।