বন্য দাতাল হাতির উন্মত্ত তান্ডবে তছনছ
1 min read
তেলিয়ামুড়া প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর : বন্য দাতাল হাতির উন্মত্ত তান্ডবে তছনছ একটি মিশ্র বসতি গ্রামের কৃষিজ ফসল । এই ঘটনাটি শনিবার রাতের কোন এক সময় মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে । সংবাদের প্রকাশে জানা যায় শনিবার রাতের কোনো এক সময় মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজনের বাড়িঘরে বন্য দাঁতাল হাতিরা তান্ডব চালায় । এলাকায় ক্ষতিগ্রস্তরা জানায় শনিবার ৫ টা থেকে ৬ টা বন্য হাতি একত্রে উন্মত্ত তান্ডব চালায় । বনের মধ্যে খাদ্যের অভাবের ফলেই লোকালয়ে প্রবেশ করছে একে একে বন্য হাতির দল । এমনটাই অনুমান এলাকাবাসীর।।
