বটতলা বাজারের বেশকিছু হোটেলে প্রশাসনের অভিযান
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পণ : বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্য কে নেশা মুক্ত রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সেই জায়গায় প্রশাসনকে বুড়ো আংগুল দেখিয়ে বিগত কিছু বছর ধরেই বেশ কিছু অসদুপায় অবলম্বন কারী ব্যবসায়ী থেকে শুরু করে লাইসেন্সপ্রাপ্ত বেশ কিছু মদের কাউন্টারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে জাঁকিয়ে বসেছেন। 22 শে জুলাই তথা বুধবার বটতলা ফাঁড়ি ইনচার্জের নেতৃত্বে বটতলা বাজারের বেশকিছু হোটেলে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায় বেশ কিছু দোকানের মধ্যে অবৈধ মদের ব্যবসা জাঁকিয়ে বসেছে। খোলামেলাভাবে মদ্যপান করছে অধিকাংশ মানুষ । অবৈধ ব্যবসায়ীরা প্রশাসনের কড়া বার্তা কে কর্ণপাতও করছে না । বটতলা বাজারের উজ্জ্বলা , ডলফিন, এছাড়াও বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্ট থেকে 15 জন যুবককে গ্রেফতার করে বটতলা ফাঁড়িতে নিয়ে আসা হয়।