ফের দুটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু, এবারের ঘটনাস্থল কোথায় জানেন?
1 min read
হায়দরাবাদে কাচেগুড়া স্টেশনে গতকাল যে ভয়ানক দুর্ঘটনা ঘটেছে তার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের দুটি ট্রেনের সংঘর্ষের জেরে প্রাণহানির ঘটনা প্রকাশ্যে এল। নেপথ্যে সেই সংকেত বিভ্রাটই। তবে এবার ঘটনাস্থল ওপার বাংলা। মঙ্গলবার গভীর রাতে পূর্ব-মধ্য বাংলাদেশের ব্রাক্ষ্মণবেড়িয়া জেলায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহতের সংখ্যা ৫০-এরও বেশি। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ রেল সূত্রে খবর, ওই সময়ে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস। আর ঢাকার পথে ছুটছিল তুর্ণা এক্সপ্রেস। ট্রেন দুটি মন্ডোবোগ রেল স্টেশনে পরস্পরকে মুখোমুখি ধাক্কা মারে। এই ঘটনায় ব্রাক্ষ্মণবেড়িয়ার জেলাশাসক হায়াত-উদ-দৌলা জানান, সিগন্যাল না মানার কারণেই ঘটেছে এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্তের স্বার্থে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।