ফের উত্তপ্ত উপত্যকা, সোপিয়ানে চলছে রুদ্ধশ্বাস এনকাউন্টার, খতম এক জঙ্গি
1 min read
ওয়েব ডেস্ক,জনদর্পন, 19 আগস্ট : ফের উত্তপ্ত কাশ্মীর। সোপিয়ানের মোলু চিত্রগ্রাম এলাকায় গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ইতিমধ্যেই এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এখনও চলছে এনকাউন্টার।জঙ্গি উপস্থিতির খবর পেয়ে পুলিস, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিস ও সিআরপিএফের যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল। সন্দেহজনক এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ দল পৌঁছন মাত্রই গুলি ছোড়ে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথ দল। তখনই বাধে গুলির লড়াই। আজকেই সোপিয়ান থেকে ৪ গ্রেনেড ও একে-৪৭ এর ১০০ রাউন্ড-সহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছিল নিরাপত্তা বাহিনী। ইমতিয়াজ আহমেদ দর, পরভিয়াজ আহমেদ কুমার, সাজাদ আহমেদ ধোবি এবং সাহিদ মঞ্জুরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। এছাড়াও শ্রীনগরের বাদশাহ নগর থেকে বাজেয়াপ্ত হয়েছিল হ্যান্ড গ্রেনেড ও পিস্তল।
সৌজন্যে :-ZEE 24 GHANTA