ফেইসবুকে মিথ্যা অপপ্রচার করার অপরাধে পশ্চিম থানায় মামলা
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পণ : ত্রিপুরায় চিকিৎসিত করোনা রোগীদের ব্যাপারে ফেইসবুকে মিথ্যা অপপ্রচার করা এবং করোনা রোগীদের চিকিৎসার সাথে যুক্ত ত্রিপুরার ডাক্তারদের সমাজে হেয় প্রতিপন্ন করার অপরাধে দয়াল হরি দেবনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আজ ATGDA এর তরফ থেকে পশ্চিম থানায় মামলা করা হয়। courtesy : iiw