প্রয়াত সেনা জওয়ানের বাড়ীতে মুখ্যমন্ত্রী
1 min read
আগরতলা ৭ই জুন : ত্রিপুরার বীর সন্তান সেনা জওয়ান বিজয় দেববর্মার মর্মান্তিক মৃত্যুতে শোকার্ত পরিবারেকে সমবেদনা জানাতে রবিবার বিশ্রামগঞ্জে যান মুখ্যমন্ত্রী,কথা বলেন শোকার্ত বিজয়ের পরিবার পরিজনদের সঙ্গে ।সেখানে মুখ্যমন্ত্রী প্রয়াত সেনা জওয়ানের পরিবারের হাতে সাহায্য হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন