প্রয়াত বিধায়কের শেষযাত্রায় বিজেপির নেতা, মন্ত্রীরা
1 min read
রায়গঞ্জঃ প্রয়াত হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে শেষ শ্রদ্ধা জানালো উত্তর দিনাজপুর জেলা বিজেপি। মঙ্গলবার জেলা বিজেপির কার্যালয়ে অন্তিম শ্রদ্ধা জানানো হয় প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে। বিজেপির উত্তর দিনাজপুর জেলা নেতাদের পাশাপাশি শ্রদ্ধা জানান রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু সহ রাজ্য বিজেপির একাধিক নেতানেত্রী। ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিধায়কের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর বিজেপির কর্মীরা শবদেহবাহী স্বর্গরথে করে প্রয়াত বিধায়কের দেহ নিয়ে আসেন জেলা বিজেপি কার্যালয়ে। সেখানেই প্রবীণ নেতাকে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এরপর শবদেহ নিয়ে মিছিল করে বিধায়কের হেমতাবাদের বাড়ির উদ্দেশ্য রওনা দেন বিজেপির নেতা কর্মীরা। মিছিলে পা মেলান দেবশ্রী চৌধুরী, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ বিজেপির হেভিওয়েট নেতা-নেত্রীরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল।