প্রেম ফিরে পাবার দাবিতে ধর্নায় যুবক
1 min read
উদয়পুরে পড়তিনিধিঃ নিজের সাড়ে তিন বছরের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলে এক নাগর। তাদের সম্পর্কটা সাড়ে তিন বছর ধরে ঠিকঠাক ভাবে চরলেও।হঠাৎ সোমবারে রাতিতে পড় থেকে যোগাযোগ না। হওয়াতে আজ অর্থাৎ শুক্রবার দুপুর ১২টায় ধর্নায় বসলে প্রেমিক।প্রেমিক তার ভালোবাসা ফিরিয়ে পাওয়া জন্য কল্যাণপুর থেকে ছুটে এসে উদয়পুরে বন্দোয়ার দুর্গাবাড়ি স্থিত প্রেমিকের বাড়ির সামনে এসে ধর্নায় বসলো প্রেমিক।পরবর্তী সময় রাধা কিশোর পুর থানার পুলিশ এবং মহিলা থানার পুলিশ এসে প্রেমিক বেনু দাসকে থানায় নিয়ে যায়।
প্রেমিকের নাম বেনু দাস(২৫) তবে প্রেমিক প্রেমিকার ঘটনাটি উদয়পুর এই প্রথম হওয়াতে গ্রামবাসীরা দেখে হতভম্ব হয়ে পড়ে।
উদয়পুর থেকে মানিক সাহা রিপোর্ট