প্রায় ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু স্বাস্থ্যকর্মীর
1 min read
নিজস্ব প্রতিনিধি , জনদর্পণ :- 17 সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যারাতে ইভিনিং ওয়ার্ক করার সময় এক ঘাতক গাড়ি শিবু দাস নামে উদয়পুরে এক স্বাস্থ্য কর্মীকে বাড়ি দিয়ে ফেলে চলে যায়। পরবর্তী সময় আহত অবস্থায় উদয়পুর স্বাস্থ্যকর্মী। এক থেকে দেড় ঘন্টা পরে থাকতে দেখে পথচলতি লোকেরা তড়িঘড়ি উদয়পুরে অগ্নিনির্বাপক দপ্তরের খবর দিলে তড়িঘড়ি এসে ওই স্বাস্থ্য সঙ্গে সঙ্গে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গোমতী জেলা হাসপাতালে প্রায় তিন ঘন্টা পড়ে থাকলেও দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবুরা দেখার কোন প্রয়োজন মনে করেনি। পরবর্তী সময় সংবাদকর্মীরা দেখে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার বাবুরা শিবু দাস কে সাথে সাথে আগরতলা এক বেসরকারি হসপিটাল স্থানান্তর কর প্রথমে পরবর্তী সময় সেখান থেকে জিবি হাসপাতালে নিয়ে গেলে কিছু খন পরে সেখান থেকে পুনরায় বেসরকারি হসপিটালে নিয়ে আসেন। সেখানে প্রায় ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। রবিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে উদয়পুর স্বাস্থ্যকর্মীর শিবু দাস।শিবু দাস মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। সে এক জন্য স্বাস্থ্যকর্মীর হলে ও সে হেপাটাইটিস ফাউন্ডেশন অপ এিপুরা উদয়পুর ব্রাঞ্চের এক ঘনিষ্ঠ কর্মী ছিলেন।শিবু দাসের খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সভাধিপতি সহ হেপাটাইটিস ফাউন্ডেশনে সদস্যরা।তার পাশাপাশি তার পরিবার কে সমবেদনা জানান সভাধিপতি সহ হেপাটাইটিস ফাউন্ডেশন সহ পারাপ্রতি বাসীরা।