প্রয়াতঃ চিত্রসাংবাদিক অভিজিৎ রাহাকে শেষ শ্রদ্ধা….
1 min read
নিজস্ব প্রতিনিধি আগরতলা ১৩ আগষ্ট : হৃদ রোগে আক্রান্ত হয় অকাল প্রয়াণ ঘটলো রাজ্যের এক চিত্র সাংবাদিকের। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটলো আজ তথা বৃহস্পতিবার দুপুর নাগাদ। প্রয়াতঃ চিত্রসাংবাদিক অভিজিৎ রাহাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মন , ,আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ তার সহকর্মীরা । প্রয়াতঃ চিত্রসাংবাদিক অভিজিৎ রাহাকে প্রথমে আগরতলা প্রেসক্লাবে এবং পড়ে তার কর্মস্থলে নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। তরুণ এই চিত্রসাংবাদিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সংবাদ মহল। জন দর্পণের পরিবারের পক্ষ থেকে অভিজিৎ রাহাকে তার একনিষ্ঠ কর্মের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং তার আত্মার সদ্গতি কামনা করছি।